চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় গনকা মহল্লায় বৃহস্পতিবার সকালে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে আলো খাতুন (৬) নামে এক শিশু আহত হয়েছে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আলো খাতুন গনকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী। তার বাবার নাম আলী হোসেন।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়ারেছ আলী মিঞা জানান, সকাল সাড়ে ৯টার দিকে দাদির সঙ্গে মহল্লার একটি পুকুরপাড়ে যায় আলো। এসময় একটি ককটেল কুড়িয়ে পায় সে। পরে সেটি বিস্ফোরিত হলে আলো আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, কয়েকদিন আগে ওই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। সেসময় ছোড়া ককটেল অবিস্ফোরিত অবস্থায় ছিল বলে ধারণা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/৬ এপ্রিল, ২০১৭/ফারজানা