বাল্যবিয়ের কবল থেকে মুক্ত হলো ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী সুপ্রিয়া সরকার। অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে দেওয়ার অভিযোগে তার বাবা কার্তিক সর্দারকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদন্ডী এলাকার সর্দার পাড়ায় বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
অভিযানে নেতৃত্বে দেন বোয়ালখালীর সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া আকতার সুইটি। সুপ্রিয়া বোয়ালখালীর কধুরখীল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া আকতার সুইটি বলেন, সুপ্রিয়া সরকার মাত্র ষষ্ঠ শ্রেণিতে পড়ছে। অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে দেওয়ার দিনক্ষণ ছিল শুক্রবার। বৃহস্পতিবার সন্ধ্যায় ধর্মীয় নিয়ম অনুযায়ী বস্ত্রালঙ্কার অনুষ্ঠানের আয়োজনও করছিল কনের পরিবার।
খবর পেয়ে গায়ে হলুদের অনুষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কনের বাবা কার্তিক সর্দারকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার জন্য মুচলেকা নেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/২৮ এপ্রিল ২০১৭/আরাফাত