টাঙ্গাইলে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত চারজন। মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে সদর উপজেলার দরুন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট জাহাঙ্গীর আলম জানান, ঢাকা থেকে পাবনাগামী একটি বাস উপজেলার দরুন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের এক যাত্রী নিহত ও চারজন আহত হন। এ ঘটনায় পুলিশ বাসটিকে আটক করেছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
বিডি প্রতিদিন/ ০২ মে ২০১৭/আরাফাত