কালবৈশাখী ঝড়ে ভৈরবে মেঘনা নদীর ওপর রিভার ক্রসিং টাওয়ার বিধ্বস্ত হওয়ায় আশুগঞ্জ-সিরাজগঞ্জ জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে করে দেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের সব বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে পড়েছে।
সোমবার রাতের ঝড়ে ২৩০ কেভি (কিলো ভোল্ট) ক্ষমতা সম্পন্ন এই রিভার ক্রসিং টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়। এতে করে দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ঝড়ের কারণে টাওয়ারটি ভেঙে পড়ায় সিরাজগঞ্জ-আশুগঞ্জ লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে বলে জানিয়েছেন আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক এএস সাজ্জাদুর রহমান।
বিডি প্রতিদিন/ ০২ মে ২০১৭/আরাফাত