কিশোরগঞ্জে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে পাট পণ্য প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্রে এর উদ্বোধন করেন পাট গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. নজরুল ইসলাম।
এ কেন্দ্রের মাধ্যমে পাটের বিভিন্ন ধরনের ব্যাগ, চাবির রিং, ফাইল, জুতাসহ বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রয় করা হবে। এগুলো পরিবেশ বান্ধব ও স্বাস্থ্যসম্মত বলে কর্মকর্তারা জানিয়েছেন।
অনুষ্ঠানে পাট গবেষণা ইনস্টিটিউটের প্রজনন বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর চন্দন কুমার সাহা, খামার ব্যবস্থাপনা শাখার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মো. আইয়ুব খান, ডক্টর মো. লুৎফর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক শফিকুল ইসলাম, কৃষি গবেষণা কেন্দ্রের এসএসও মো. শরীফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পাট ও পাট জাতীয় ফসলের কৃষি প্রযুক্তি উদ্ভাবন ও হস্তান্তর প্রকল্পের অধীনে দেশের বিভিন্ন স্থানে আরও চারটি প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র চালু করা হবে বলে জানা গেছে।