ঠাকুরগাঁওয়ের বিআরটিসি বাস ও নসিমনের মুখোমুখী সংঘর্ষে নসিমনের চালক শফিকুল ইসলাম নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন। মঙ্গলবার দুপুরে স্থানীয় বুল্লী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের ঠাকুরগাঁওয়ের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, বিআরটিসির একটি বাসের সঙ্গে ঠাকুরগাঁওয়ের বুল্লী বাজার এলাকায় নসিমনের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে নসিমনের চালক নিহত এবং পাঁচ যাত্রী আহত হন।
বিডি প্রতিদিন/ ০২ মে ২০১৭/আরাফাত