বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, দুর্গত এলাকায় সরকারের ত্রাণ তৎপরতা লক্ষ্য করা যায়নি। তাই হাওরাঞ্চলে সরকার যা করছে তা শুধু কাগজে, বাস্তব চিত্র ভিন্ন। প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের কাছে সরকারের ত্রাণ এখনো পৌঁছায়নি।
মঙ্গলবার ত্রাণ বিতরণের আগে সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষ্মণশ্রী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল ওদুদের বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এনজিওগুলোর প্রতি অনুরোধ করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, কৃষকদের কাছ থেকে ঋণ তোলা স্থগিত রাখার ব্যবস্থা করুন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুল হক, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন, প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব প্রমুখ।