নাটোরের বড়াইগ্রামের মাঝগাঁও ইউনিয়নের হারোয়া গ্রাম থেকে সজিব কোড়াইয়া (১৮) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, কোমড়ের বেল্ট গলায় জড়িয়ে ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করেছে। নিহত সজিব ওই গ্রামের সন্তোষ কোড়াইয়ার ছেলে। আজ সকালে নিজ বাড়ির একটি কক্ষ থেকে সজিবের মৃহদেহ উদ্ধার করা হয়।
পরিবার সূত্রে জানা যায়, সজিব ঢাকায় একটি থ্রি-স্টার হোটেলে কাজ করতো। গত দুইদিন হলো সে ছুটিতে বাড়িতে আসে। সে দীর্ঘদিন ধরে তার পছন্দের পাত্রীর সাথে বিয়ে দেয়ার কথা মা-বাবাকে জানিয়ে আসছিলো। কিন্তু পাত্রী নাবালিকা হওয়ায় এতে মা-বাবা রাজী হননি। এতে সে অভিমানে দুপুরে কোমড়ের বেল্ট গলায় পেঁচিয়ে বাড়ির বারান্দার আড়ার সাথে ঝুলে আত্নহত্যা করে। এ সময় বাড়ির লোকজন ক্ষেতে কাজ করছিলো।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) দয়াল কুমার ব্যাণার্জি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য আজ সকালে নাটোর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার