আওয়ামী লীগের আমলে কোন নির্বাচন সুষ্ঠু হয়নি বলে মন্তব্য করে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন বীর বিক্রম বলেছেন, প্রভাবহীন সরকারের (সহায়ক সরকার) তত্বাবধানে নির্বাচনের আয়োজন হলে আগামী নির্বাচনে (একাদশ জাতীয় নির্বাচন) অংশগ্রহণ করবে দলটি।
তিনি বলেন, বর্তমান এবং পুর্বের নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারেনি। আওয়ামী লীগ কারচুপি করেছে। নির্বাচন কমিশনের উপর আস্থা নেই বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপি নির্বাচনমুখী দল উল্লেখ করে সাবেক মন্ত্রী হাফিজ বলেন, সবসময় নির্বাচনের জন্য প্রস্তত দলটি কিন্তু লেবেল প্লেয়িং ফিল্ড না হলে নির্বাচনে আমরা যাবো না। শেখ হাসিনার অধীন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় মন্তব্য করে তিনি আরো বলেন আমরা দেখেছি, তার সময়ে অনুষ্ঠিত নির্বাচনগুলোর চিত্র।
বুধবার বিকেলে নীলফামারী শিল্পকলা অডিটোরিয়ামে জেলা বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জেলা বিএনপির সভাপতি আনিছুল আরেফিন চৌধুরীর সভাপতিত্বে কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে দলের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, কেন্দ্রীয় সদস্য বিলকিস ইসলাম, কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান চৌধুরী শামীম বক্তব্য দেন।
প্রতিনিধি সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও নীলফামারী জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান জামান।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন