নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পুকুরে বিষ প্রয়োগ করে ১৫ লক্ষ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার কাঞ্চন পৌরসভার কেন্দুয়া কৃষ্ণনগর এলাকায়।
ক্ষতিগ্রস্থ মাছচাষী মৃত মিছির আলী ভুঁইয়ার ছেলে দিপু ভুঁইয়া জানান, বিগত ২৫ বছর যাবৎ তারা সাত ভাই মিলে তাদের পৈত্রিক মালিকানাধীন পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছেন। আর তা দিয়েই তাদের সংসার চালান। গত বুধবার রাতের যেকোন সময় দুর্বৃত্তরা তাদের দেড় বিঘা জমির উপর একটি পুকুরে বিষ প্রয়োগ করেছে। আর তাতে থাকা রুই, কালিবাউস, ভাটা ইলিশ, কাতলাসহ প্রায় ১৫ লক্ষ টাকার পোনা মাছ নিধন করা হয়েছে বলে জানান তিনি। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ খামারী দিপু ভুঁইয়া বাদী হয়ে অজ্ঞাত আসামি করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার