নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার কাউন্সিলর ইমান আলীকে ঘুষি মারায় তার সমর্থকেরা বনপাড়া বাজারস্থ একটি খাবার হোটেল ভাঙচুর করেছে। এ ঘটনায় হোটেল মালিক ওই কাউন্সিলরসহ ৩ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছে। বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে বনপাড়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর ইমান আলী, মাঝগাঁও ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য আব্দুল আজিজ ও স্থানীয় সাংবাদিক সুরুজ আলী বনপাড়া বাজারে সেলিমের খাবার হোটেলে গিয়ে খাবার খায়। খাবার শেষে বিল দিতে গিয়ে দাম-দর নিয়ে কথাকাটির একপর্যায়ে হোটেলের মালিক সেলিম হোসেন কাউন্সিলর ইমান আলীকে ঘুষি মারে। এতে উপস্থিত তার দুই সহযোগী ও সমর্থকেরা সেলিমকে মারতে গেলে সে দৌড়ে পালায়। পরে হোটেলের টেবিল-চেয়ার ভাংচুর করা হয়।
এ ঘটনায় শুক্রবার সকালে সেলিম হোসেন অন্যান্য হোটেল মালিককে জানালে তাৎক্ষনিক ওই বাজারের সকল হোটেল বন্ধ করে দেয়। পরে বিচারের দাবী তুলে মিছিল করে হোটেল মালিক-কর্মচারীরা। খবর পেয়ে বনপাড়া তদন্ত কেন্দ্র ও বড়াইগ্রাম থানা পুলিশ এসে বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন এর মধ্যস্থতায় ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস প্রদান সাপেক্ষে হোটেল বন্ধ করার সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহরিয়ার খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/৫ মে ২০১৭/হিমেল