পুলিশি প্রহরায় শুক্রবার মধ্যরাতে স্ত্রীকে নিয়ে মালামালসহ ক্যাম্পাস ছেড়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে একটি ভাড়া করা মাইক্রোবাসে অধ্যাপক নূর-উন-নবী ক্যাম্পাস ছেড়ে যান।
অধ্যাপক নূর-উন-নবীকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে ২০১৩ সালের ৬ মে নিয়োগ দেয় সরকার। শুক্রবার শেষ হয় তার মেয়াদ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন