নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমির সীমানা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রহিমা আক্তার (৫০) নামে এক বিধবা নারীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। আজ সকাল ৮টায় উপজেলার কুলিয়াদি এলাকায় এ ঘটনা ঘটে। এসময় তার ছেলেকেও মারধর করা হয়।
রহিমা আক্তার উপজেলার কুলিয়াদি এলাকার ফিরোজ মিয়ার স্ত্রী।
পরিবার সূত্রে জানা যায়, তাদের সঙ্গে একই এলাকার হান্নান ও শামীমের দীর্ঘদিন ধরে জমির সীমানা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জের ধরে হান্নান, শামীম, আবুল হোসেন, ছেয়ারুন, কামরূলসহ অজ্ঞাত ২/৩ জন দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে নাসিরদের বাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। নাসিরের মা রহিমা আক্তার গালিগালাজ করতে নিষেধ করলে প্রতিপক্ষের লোকজন রহিমা আক্তারকে কুপিয়ে গুরুতর জখম করে। এসময় চিৎকার শুনে মাকে বাঁচাতে এগিয়ে গেলে প্রতিপক্ষের লোকজন নাসিরকেও পিটিয়ে আহত করে। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বিডি প্রতিদিন/৬ মে ২০১৭/হিমেল