সিরাজগঞ্জের বেলকুচিতে পল্লী বিদ্যুতের খুটি বোঝাই একটি ট্রাকের চাপায় ভ্যানযাত্রী দুই শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে বেলকুচি-সিরাজগঞ্জ আঞ্চলিক সড়কের বেলকুচি ডিগ্রী কলেজের সামনে কড়িতলায় এ দুর্ঘটনা ঘটে।
এরা হলো, উপজেলার ক্ষিদ্র মাটিয়া গ্রামের ফারুক হোসেনের মেয়ে ও শাহিন কিন্ডারগার্টেন স্কুলের প্লে গ্রুপের ছাত্রী তিথি (৭) ও একই গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে প্রথম শ্রেণির ছাত্র জাহিদুল ইসলাম (৭)।
বেলকুচি থানার উপ-পরিদর্শক নাজমুল হাসান জানান, খুটি বোঝাই মিনি ট্রাকটি পল্লী বিদ্যুত অফিস থেকে মুকুন্দগাঁতী বাজারের দিকে আসার সময় কড়িতলায় পৌঁছলে শিশু শিক্ষার্থীবাহী ভ্যানটিকে চাপা দেয়। এতে ট্রাকের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই দুই শিশু মারা যায়। ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
বিডি প্রতিদিন/৬ মে ২০১৭/হিমেল