রাজশাহী বিভাগের ৫৪ মুক্তিযোদ্ধার সন্তানকে শিক্ষাবৃত্তি দিলো ভারত সরকার। শনিবার বেলা সাড়ে ১০ টায় চেম্বার অব কমার্স মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে রাজশাহীস্থ সহকারী ভারতীয় হাই কমিশন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুক্তিযোদ্ধার সন্তানদের হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশা। রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার অভিজিৎ চট্টপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নগর মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আবদুল মান্নান, মুক্তিযোদ্ধা রুহুল আমিন প্রামাণিক, রাজশাহী চেম্বারের সভাপতি মনিরুজ্জামান মনি।
উল্লেখ্য, বাংলাদেশের মুুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ২০০৬ সাল থেকে এ শিক্ষাবৃত্তি চালু করে ভারত সরকার।
বিডি প্রতিদিন/৬ মে ২০১৭/হিমেল