রংপুরে তিনটি আগ্নেয়াস্ত্র ও সাত রাউন্ড গুলিসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব। এরা হলেন-নীলফামারীর ডোমার উপজেলার ছোটরাইতা সাহাপাড়া এলাকার প্রয়াত অনীল চন্দ্র সাহার ছেলে অনুপ কুমার সাহা(৩৫), বসকপাড়া পূর্ব চিকনমাটি এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে আবুল কালাম আজাদ(৪৪) ও দক্ষিণ আমবাড়ি এলাকার সোহরাব হোসেনের ছেলে সাইফুল ইসলাম(১৮)।
আজ শনিবার বেলা ১২টায় সংবাদ সম্মেলন করে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৩ রংপুরের অধিনায়ক এ টি এম আতিকুল্যাহ। এসময় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতারদের হাজির করা হয়।
অধিনায়ক আতিকুল্যাহ সাংবাদিকদের জানান, শুক্রবার রাতভর ডোমার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে সাত রাউন্ডগুলিসহ একটি বিদেশী পিস্তল ও দুটি ওয়ান শূট্যারগান, ১১টি মোবাইল সেট, ১৯টি মোবাইল সিম, ১টি সিপিইউ, ২টি মনিটর ও ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান যায়, তারা নীলফামারীসহ দেশের বিভিন্ন এলাকায় ছিনতাই ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তারা ভয়ভীতি দেখিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করতেন।
নীলফামারী,রংপুর ও ঢাকার বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। র্যাবের পক্ষ থেকে অস্ত্র আইনে একটি এবং ছিনতাই ও মাদকদ্রব্য আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান অধিনায়ক আতিকুল্যাহ।
বিডি প্রতিদিন/ ৬ মে ২০১৭/ ই জাহান