এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ না পাওয়ায় সিরাজগঞ্জ শহরের ধানবান্ধি মহল্লায় জয়দাস নামে এক ছাত্র গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে নিজ ঘরে গলায় প্লাস্টিকের রশি পেচিয়ে ফাঁস নিয়ে সে আত্মহত্যা করে।
জয়দাস ধানবান্ধি মহল্লার প্রদীপ দাস ওরফে দোহার ছেলে।
স্কুলছাত্রের বাবা প্রদীপ দাস ওরফে দোহা জানান, জয় শহরের সবুজ কানন স্কুল থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষায় সে জিপিএ ৪.৫০ পায়। কিন্তু তার আশা ছিল জিপিএ গোল্ডেন পাবে। এ নিয়ে ছেলের মন খারাপ ছিল। সকালে নাস্তা সেরে দোতলায় নিজ ঘরে চলে যায়। সাড়ে ১১টার দিকে কর্মস্থল থেকে বাসায় ফিরে ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করার পর না খুললে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে ছেলেকে ফ্যানের সাথে ঝুলতে দেখি। দ্রুত নামিয়ে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/৬ মে ২০১৭/হিমেল