ফেনীর ফুলগাজীর বখাটে ছেলের ছুরিকাঘাতে খুন হয়েছে বাবা মাদ্রাসা শিক্ষক আব্দুল মালেক (৬৫)। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে জিএমহাট ইউনিয়নের পূর্ব বশিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মালেক স্থানীয় দারুল কোরআন মাদ্রাসার শিক্ষক।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৯টার দিকে মাদ্রাসা থেকে বাসা আসার পর পারিবারিক বিষয় নিয়ে আব্দুল মালেকের সাথে ছেলে আব্দুল হালিম (২০) এর ঝগড়া হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে বাড়ির সামনে বসা অবস্থায় পিতাকে ছুরিকাঘাত করে ছেলে পালিয়ে যায়। স্থানীয়রা আব্দুল মালেককে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে আনার পথেই তিনি মারা যান। ফুলগাজী থানার অফিসার ইনচার্জ এম এম মোরশেদ ঘাতক ছেলেকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার