ঝিনাইদহে দেশ চেতনার উদ্যোগে আজ সকাল ১১টার দিকে শেরে বাংলা সড়কস্থ সংস্থার প্রধান কার্যালয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এসময় ব্যাপারী পাড়া এলাকার শতাধিক দরিদ্র মানুষকে বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। সংস্থার নির্বাহী পরিচালক রাশেদুল হকের সভাপতিত্বে জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুর রহমানসহ অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে সমাজের অবহেলিত মানুষের মাঝে বিনামূল্যে টিউবয়েল স্থাপন, গাছের চারা বিতরণ, ঈদের খাবার সামগ্রী বিতরণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে এ সংস্থাটি।
বিডি প্রতিদিন/এ মজুমদার