ডিমের দাম বৃদ্ধি, মুরগীর বাচ্চা ও ঔষধ-খাবারের মূল্য কমানোর দাবিতে আজ শ্রীপুরের মাওনা চৌরাস্তার পল্লী বিদ্যুত মোড় এলাকায় ডিম ভেঙে এবং কাফনের কাপড় গায়ে দিয়ে প্রতিবাদ জানিয়েছেন গাজীপুরের শ্রীপুরের প্রান্তিক পোলট্রি খামারিরা। তারা এসময় এক ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
মানব বন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে পোলট্রি খামারিরা বলেন, বর্তমানে প্রতি পিস সাদা ও লাল ডিম উৎপাদন করতে ছয় টাকার উপরে খরচ পরে। কিন্ত গত তিন মাস যাবত সাদা ডিম বিক্রি করতে হচ্ছে সাড়ে চার টাকায় আর লাল ডিম বিক্রি করতে হচ্ছে পাঁচ টাকায়। তারা বহুজাতিক কোম্পানী ও মধ্যসত্বভোগীদের খপ্পরে পড়ে তাদের লোকসান গুনতে হচ্ছে। ইতোমধ্যে অনেক ছোট খামার বন্ধ হয়ে গেছে। এ মুরগীর ডিমের দাম কমে যাওয়ার পাশাপাশি পোল্টিফিডসহ অন্যান্য উপকরনের দাম বেড়েছে পাল্লা দিয়ে। দীর্ঘদিনেও মুরগীর বাচ্চার সিন্ডিকেট ভাঙ্গা যায়নি । বর্তমানে এক দিনের প্রতিপিস বাচ্চা কিনতে হয় ১৩০ টাকায় । এ থেকে খামারিরা রেহাই চান খামারিরা।
শ্রীপুর পোলট্রি খামার সমিতির সভাপতি আব্দুল মতিন বলেন, শ্রীপুরে বর্তমানে সাড়ে তিন হাজারের উপরে ছোট বড় পোলট্রি খামার রয়েছে। গত কয়েকদিনের লোকসানে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে অনেক খামার।
আজিরন পোলট্রির মালিক তোফাজ্জল হোসেন বলেন, বার্ড ফ্লুর মাধ্যমে এই পোলট্রি শিল্প ধসে পড়েছিল, এ ধসের মুখে এমনিতেই দেশের ব্যাংকগুলো আমাদের লোন দিতে চায় না। নানাভাবে পরিশ্রমের পর আমরা এ সেক্টরটিকে দাঁড় করিয়েছি। মধ্যস্বত্বভোগীদের খপ্পর থেকে পোলট্রি খাতকে রেহাই পেতে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন খামারিরা।
শ্রীপুর এগ্রোভেট সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আকন বলেন, পোলট্রি শিল্পকে বাঁচাতে দ্রুত সরকারের পৃষ্ঠপোষকতা প্রয়োজন। অন্যথায় ধ্বংস হয়ে যাবে এ খাত।
বিডি প্রতিদিন/এ মজুমদার