লালমনিরহাটের হাতীবান্ধার বড়খাতা সীমান্তে এক কৃষক দম্পতিকে মারধর ও হত্যার চেষ্টা করেছে বিএসএফ। এ ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে শনিবার সকালে পতাকা বৈঠক হয়েছে।
মারধরের শিকার শাহিদুল ইসলাম হাতীবান্ধার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া এলাকার পেয়ার উদ্দিনের ছেলে।
তিনি বলেন, আমি ও আমার স্ত্রী আমেনা বেগম শুক্রবার দোলাপাড়া জিগারঘাট সীমান্তে ৮৮৮নং পিলারের কাছে বাংলাদেশ ভূ-খণ্ডে ঘাস কাটছিলাম। হঠাৎ করে কুচবিহারের শীতলখুচি থানার বড় মধুসুধন ক্যাম্পের ৩৪-বিএসএফের টহল দল আমাদের আক্রমণ করে। এসময় তারা আমার গলাটিপে হত্যার চেষ্টা করে। এরপর আমাকে ও আমার স্ত্রীকে মারধর শুরু করে। এক পর্যায়ে স্থানীয়রা ছুটে আসলে বিএসএফ সদস্যরা বাংলাদেশের ভূখণ্ড ত্যাগ করে।
প্রত্যক্ষদর্শী সোনাবান বেগম জানান, প্রথমে বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করে আমাকে ধাওয়া করে বিএসএফ। পরে শাহিদুল ইসলাম ও তার স্ত্রীকে মারধর করে তারা।
১৫-বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ক্যাম্পের পরিচালক লে. কর্ণেল গোলাম মোর্শেদ বলেন, এ ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে শনিবার সকালে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে।
বিডি প্রতিদিন/ ০৬ মে ২০১৭/ আরাফাত