সিলেটে শিবিরের ১০ কর্মীকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে সরকার বিরোধী বই ও দলীয় কার্যক্রমে ব্যবহৃত জিনিসপত্র উদ্ধার করা হয়। শনিবার আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার রাতে মহানগরীর বিমানবন্দরের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) হোস্টেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা সবাই আইএইচটি'র শিক্ষার্থী। এসময় শিবিরকর্মীরা ওই হোস্টেলে গোপন বৈঠক করছিল দাবি পুলিশের। অভিযানকালে আরো ১০/১৫ জন শিবিরকর্মী পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
আটকদের কাছ থেকে শিবিরের সংবিধান, জেলা কমিটির তালিকা, সংগঠনের রুটিন কার্ড ও ডায়রি, বিভিন্ন নামের ২৫টি বিতর্কিত ম্যাগাজিন ও সরকার বিরোধী লিফলেট ও স্টিকার উদ্ধার করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ০৬ মে ২০১৭/আরাফাত