জামালপুরের সরিষাবাড়িতে সন্ত্রাস, নৈরাজ্য ও জঙ্গিবাদ বিরোধী পদযাত্রা ও সমাবেশ করেছে স্থানীয় আওয়ামী লীগ। আজ বিকেলে উপজেলার ৮ ইউনিয়নের ৫ হাজারের বেশি নেতাকর্মী এই পদযাত্রায় অংশ নেয়। সরিষাবাড়ি থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আগামী সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ আব্দুর রশিদের নেতৃত্বে পদযাত্রাটি পৌর চত্বর থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে বাউসী মোড়ে শেষ হয়। এখানে অধ্যক্ষ আব্দুর রশিদের সভাপতিত্বে সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আব্দুল্লাহ, আওয়ামী লীগ নেতা মনির উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় সরিষাবাড়ী উপজেলার ৮টি ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশের উন্নয়নের স্বার্থে যে কোন মূল্যে জঙ্গিবাদ,সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে হবে। এজন্য প্রতিটি গ্রাম, ওয়ার্ড ও ইউনিয়নে জঙ্গি প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এছাড়া সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নিতে আগামী নির্বাচনে অধ্যক্ষ আব্দুর রশিদকে জামালপুর ৪ (সরিষাবাড়ি) আওয়ামী লীগ মনোনয়ন দিবে এমন প্রত্যাশা ব্যক্ত করে বক্তারা।
বিডি প্রতিদিন/এ মজুমদার