নারায়ণগঞ্জের রূপগঞ্জে পানিতে ডুবে বাবুনী (৭) ও সুইটি (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের এএসবি ব্রিক ফিল্ডের কাছ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
মৃত বাবুনী কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার কান্দাইল এলাকার সেন্টু মিয়ার মেয়ে ও সুইটি আক্তার একই এলাকার ছোটন মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানায়, গোলাকান্দাইল ইউনিয়নের এএসবি ব্রিক ফিল্ড নামে এক ইটভাটার পুকুরে এক শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা ওই পুকুর থেকে বাবুনীর মরদেহ উদ্ধার করে।
বিডি প্রতিদিন/ ০৬ মে ২১০৭/আরাফাত