বগুড়ার শেরপুরে মধ্যরাতে যাত্রাবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্র্যাক ব্যাংকের এটিএম বুথে ঢুকে পড়েছে। এতে প্রহরীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেছে।
শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সোহেল রানা জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা নাবিল পরিবহনের একটি বাস শুক্রবার রাত ২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের পৌর-শহরের বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একপর্যায়ে মহাসড়কের পশ্চিমপাশে আব্দুল মতিনের বহুতল ভবনস্থ ব্র্যাক ব্যাংকের এটিএম বুথে ঢুকে পড়ে।
একই ভবনে জনতা ব্যাংকেরও শাখা রয়েছে। দুর্ঘটনায় অন্তত ১০ জন ব্যক্তি আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
ব্রাক ব্যাংকের শাখা ব্যবস্থাপক সুজাত আলী জানান, দুর্ঘটনায় বুথের মূল মেশিন অক্ষত থাকলেও এয়ার কন্ডিশনার (এসি) ভেঙে চুরমার হয়ে গেছে। তবে কি পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে তা এই মুহূর্তে সঠিকভাবে বলা সম্ভব নয় বলেও এই কর্মকর্তা জানান।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আতোয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পরপরই বাসটির চালক-হেলপার পালিয়ে যায়। তাদের এখনো আটক করা যায়নি। আহতদের মধ্যে ব্র্যাক ব্যাংকের নিরাপত্তা কর্মী বিপ্লব (২৪) এবং শ্যামল (২৬) রয়েছেন।
বিডি প্রতিদিন/ ০৬ মে ২০১৭/আরাফাত