বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বির্নিমানে দেশের ১৬ কোটি মানুষকে দায়িত্ব নিতে হবে। তার জন্য প্রয়োজন শেখ হাসিনার নেতৃত্বে ঐক্য গড়ে তোলা। যে ঐক্য আমাদের আছে তা আরো শক্তিশালী ও মজবুত করতে হবে। শেখ হাসনিার নেতৃত্বে ঐক্যবদ্ধ্য আছি বলেই আমরা পদ্মাসেতু পেয়েছি, বছরের প্রথম তারিখে ছাত্র-ছাত্রীরা নতুন বই পেয়েছে, ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেয়া হচ্ছে, বে-সরকারী সকল প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে। তিনি আজ উপজেলা পরিষদ মুক্ত মঞ্চে বিরল উপজেলা পরিষদ কর্তৃক মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, কৃষিক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে বিপ্লব ঘটার পাশাপাশি সকল ক্ষেত্রে উন্নয়ন সাধিত হয়েছে। শেখ হাসিনা ইতিমধ্যে উন্নয়নের মডেল হিসাবে বিশ্বের উন্নয়নশীল দেশ গুলিতে পরিচিতি লাভ করেছেন। আমরা তার নেতৃত্বের প্রতি আস্থা স্থাপন করে ঐক্যবদ্ধ থাকলে এদেশ অবশ্য অবশ্যই উন্নত দেশে পরিণত হবে।
এসময় উপজেলা নির্বাহী অফিসার এবিএম রওশনর কবীরের সভাপতিত্বে এবং উপজেলা সমবায় অফিসার আব্দুস সবুরের সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আ ন ম বজলুর রশিদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ লতিফ, সাধারণ সম্পাদক একেএম মোস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ্, মাধ্যমিক শিক্ষক-কর্মচারি সমিতির সাধারণ সম্পাদক আব্দুল বাসের প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার