নেত্রকোনার দুর্গাপুরের বিজয়পুর সীমান্ত দিয়ে আরও ২১ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বিজয়পুর সীমান্ত দিয়ে পুশ ইনের সময় বাংলাদেশে বর্ডারগার্ড বিজিবির সদস্যরা খবর পেয়ে তৃতীয় লিঙ্গের ১৯ জন, ২ জন পুরুষসহ মোট ২১ জনকে আটক করে।
আইনি প্রক্রিয়া শেষে বিজিবি আটকদের দুর্গাপুর থানায় হস্তান্তর করবে বলে নিশ্চিত করেছেন নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক এ এস এম কামরুজ্জামান।
বিজিবি সূত্রে জানা গেছে, গত ২৯ জুন ভারতের রাজধানী দিল্লির বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারীদের আটকের পর গত বুধবার ৯ জুলাই দিল্লির নাসিরাবাদ বিমানবন্দর থেকে বিমানে করে আসামের রাজধানী গুয়াহাটিতে তাদের নিয়ে আসা হয়। সেখান থেকে গাড়িতে করে বাঘমারা সীমান্ত দিয়ে পুশ ইন শুরু করলে বিজিবি খবর পেয়ে অভিযান চালিয়ে ২১জনকে আটক করে।
গত জুন মাসের চার তারিখ ও পর্যায়ক্রমে তিন ধাপে বিজয়পুর সীমান্ত দিয়েই নারী শিশুসহ মোট ৫১ জনকে পুশ ইন করেছে বিএসএফ।
বিডি প্রতিদিন/নাজমুল