ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ৫টি ঘর ভস্মীভূত হয়েছে। আজ শনিবার বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস কর্মীরা জানান, গালুয়া ইউনিয়নের গাজী বাড়ির ফারুক গাজীর ঘরে আগুনের সূত্রপাত হয়। আগুন পাশের ঘরগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পার্শ্ববর্তী ভাণ্ডারিয়া ও ঝালকাঠি সদর উপজেলার ফায়ার স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
তবে তার আগেই আগুনে ঘরগুলোর ভেতরের মালামাল পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে কয়েকজন দগ্ধ হয়েছেন বলে জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/০৬ মে ২০১৭/এনায়েত করিম