টঙ্গীর মাছিমপুর এলাকা থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে টঙ্গী থানা পুলিশ। গত শুক্রবার গভীর রাতে মহদেহটি উদ্ধার করা হয়। থানা সূত্রে জানা যায়, রাত আড়াইটার দিকে ষ্টেশন রোড এলাকার ড্রাগ ইন্টান্যাশনাল গলির ড্রেনের পাশে নবজাতকের মরদেহটি দেখতে পেয়ে পথচারিরা পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে মরদেহটি ময়না তদন্তের জন্য গাজীপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী থানার অফিসার ইনচার্জ মো. ফিরোজ তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা মৃতের কোন অভিবাবকের খোঁজ পাইনি। যদি পাই তাহলে ব্যবস্থা নিবো।
বিডি প্রতিদিন/এ মজুমদার