পারিবারিক কলহের জের ধরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ছেলে ইয়াসিনের লাঠির আঘাতে বাবা বেলায়েত হোসেন (৬০) নিহত হয়েছেন। শনিবার রাত ১০টার ওই উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের খাজুরতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতের গ্রামের বাড়ি ওই ইউনিয়নের খাজুরতলা মৌলভী বাড়ি।
স্থানীয় সূত্রে জানা যায়, র্দীর্ঘদিন যাবত উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের খাজুরতলা পুল সংলগ্ন এলাকার পান ব্যাপারী বেলায়েত হোসেন এর সাথে তার ছেলে ইয়াসিনের পারিবারিক কলহ চলে আসছিল। শনিবার রাতে এরই জের ধরে পিতা- ছেলের মধ্যে বাকবিন্ডার এক পর্যায়ে ইয়াসিন তার পিতা বেলায়েত হোসেনকে লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে অজ্ঞান হয়ে যান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে একটি গ্রাম্য ডাক্তারের দোকানে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজিদুর রহমান সাজিদ জানান, বেলায়েত হোসেনের মৃত্যুর খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/৭ মে ২০১৭/হিমেল