বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মবার্ষিকী পালন করা হচ্ছে তার স্মৃতিবিজড়িত নওগাঁর পতিসরে। আজ সোমবার দুপুরে সেখানে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি আব্দুল হামিদের উপস্থিত থাকার কথা রয়েছে।
এ বছর অনুষ্ঠানের আয়োজন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি।
বিকেল ৩টার দিকে প্রধান অতিথির ভাষণ দেবার কথা রয়েছে রাষ্ট্রপতির। সবশেষে সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করবেন তিনি। এরই মধ্যে রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
নওগাঁর পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, কাচারি বাড়ির আশপাশের এলাকায় গড়ে তোলা হয়েছে চার স্তরের নিরাপত্তা বলয়।
বিডি প্রতিদিন/৮ মে, ২০১৭/ফারজানা