মাদারীপুর সদর উপজেলার হুগলি গ্রামে একটি হত্যা চেষ্টা মামলার আসামীরা নিয়মিত অফিস করলেও পুলিশ তাদের গ্রেফতার করতে পারেনি।
জানা যায়, গত ৩০ এপ্রিল সদর উপজেলার হুমলি গ্রামের কুদ্দুস বেপারীর ছেলে রিয়াজ বেপারীর ওপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় রিয়াজকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনায় গত ১ মে ১১ ব্যক্তির নাম উল্লেখ করে মাদারীপুর সদর থানায় হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগে একটি মামলা হয়। মামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও কোন আসামী গ্রেফতার হয়নি।
মামলার আসামী গিয়াস উদ্দিন বেপারী, আসাদ বেপারী, ফিরোজ বেপারী নিয়মিত অফিস করলেও পুলিশ তাদেও খুঁজে পাচ্ছে না।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আবির হোসেন দাবি করেছেন, আসামীদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে। খুব শীঘ্রই আসামীরা গ্রেফতার হবে।
বিডি প্রতিদিন/৮ মে, ২০১৭/ফারজানা