ফেনীর ফুলগাজীর জিএমহাটে মাদ্রাসা শিক্ষক মাওলানা আবদুল মালেক হত্যা মামলায় ছেলে আবদুল হালিমকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ১০টার দিকে ফুলগাজী মুন্সীরহাট ইউনিয়নের করইয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম মোর্শেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে করইয়া গ্রামে অভিযান চালিয়ে আবদুল হালিমকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, শুক্রবার (০৫ মে) জিএমহাটের বৈশাখ পুর গ্রামের মাদ্রাসা শিক্ষক মাওলানা আবদুল মালেককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ ঘটনার পর আবদুল মালেকের বড় ছেলে মো. ইয়াকুব বাদি হয়ে আবদুল হালিমকে আসামি করে ফুলগাজী থানায় হত্যা মামলা দায়ের করেন।
বিডি প্রতিদিন/৯ মে ২০১৭/হিমেল