মেহেরপুরের গাংনী উপজেলার হোগলবাড়ীয়া গ্রাম থেকে ১৮০ বোতল ফেনসিডিল ও ১০০ গ্রাম গাঁজাসহ গিয়াস উদ্দীন (২৪) নামে এক ভ্যান চালককে আটক করেছে পুলিশ। সোমবার বিকেল ৪টার দিকে হোগলবাড়ীয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। গিয়াস উদ্দীন হোগলবাড়ীয়া মালিথাপাড়ার মুন্তাজ আলীর ছেলে।
কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্প ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) মিন্টু জানান, গোপন সংবাদের ভিত্তিতে হোগলবাড়ীয়া গ্রামের মালিথা পাড়ার ইউপি সদস্য রহমত আলীর বাড়ির পাশে অভিযান চালানো হয়। এসময় ১৮০ বোতল ফেনসিডিল ও ১০০ গ্রাম গাঁজাসহ ভ্যান চালক গিয়াস উদ্দীনকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টেরে পেয়ে ভ্যানে থাকা দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
বিডি প্রতিদিন/৯ মে ২০১৭/হিমেল