কিশোরগঞ্জের হোসেনপুরে পুকুরের পানিতে ডুবে তানভীর (০৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে হোসেনপুর পৌর এলাকার পদুরগাতীতে এ ঘটনা ঘটে।
নিহত তানভীর হোসেনপুর পৌর এলাকার পদুরগাতীর কামরুল ইসলামের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, বিকেলে তানভীর বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিলো। এসময় পা পিছলে সে পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা ওই পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে।
বিডি প্রতিদিন/৯ মে ২০১৭/হিমেল