মেহেরপুরের গাংনী উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় ইদ্রিস আলী (৪৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত ইদ্রিস আলী গাংনী উপজেলার মহেষপুর গ্রামের মৃত গোকুল হোসেনের ছেলে।
জানা যায়, সোমবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে জোড়পুকুরিয়া বাজার সংলগ্ন এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হন ইদ্রিস আলী।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/০৯ মে ২০১৭/এনায়েত করিম