খুলনার ফুলবাড়িয়া এলাকার জনতা মার্কেটের সামনে ট্রাকচাপায় স্কুলছাত্র মোস্তাফিজুর রহমান বাবলু (১৪) নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত বাবলু সোনালীজুট মিল হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র। সে সোনালীজুট মিলের শ্রমিক ফজলু সরকারের ছেলে।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম জানান, স্কুলছাত্র নিহতের ঘটনায় স্থানীয় জনতা ও স্কুলটির শিক্ষার্থীরা যশোর ও খুলনা মহাসড়ক সকাল ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়।
বিডি প্রতিদিন/ ০৯ মে ২০১৭/আরাফাত