দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই নির্মাণাধীন একটি ব্রিজের ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। প্রায় ৫৬ লাখ টাকা ব্যয়ে ঘিল্লাই নদীর উপর নির্মাণাধীন ব্রিজটির নির্মাণ কাজ শেষ না হতেই রবিবার সন্ধ্যায় তা ভেঙে পড়েছে।
উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিরামপুর শাহাপাড়া থেকে খাগরাবন্দে যাওয়ার জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার তত্বাবধানে প্রায় ৫৬ লাখ টাকা ব্যয়ে ঘিল্লাই নদীর উপর নতুন একটি ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়। নিম্ন মানের সামগ্রী দিয়ে নির্মাণ কাজ করায় এ ধরনের ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন একাধীক ঠিকাদার ও এলাকাবাসী।
এলাকাবাসীরা আরও অভিযোগ করে বলেন যে, ঠিকাদার সাদ্দাম হোসেন ব্রিজটির নির্মাণ কাজ নেন। গ্রামের ভিতরের এই ব্রিজটি নির্মাণ করতে যেয়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করা হয়েছে। তারা আরও বলেন, কোন কর্মকর্তা এখানে না আসায় ঠিকাদার তার ইচ্ছে মতো দায় সারা ভাবে কাজটি শেষ করতে চেয়েছিল। তারপরও অনভিজ্ঞ ব্যক্তিদের দিয়ে এত বড় একটি ব্রিজ নির্মাণ করাতে গিয়ে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ব্রিজ নির্মাণকালে বাঁশের খুঁটি সরে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। পরে উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহমুদুর রহমান সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার