মেহেরপুরের গাংনীতে রাসায়নিক মেশানো ৭৬ মণ অপরিপক্ক আম জব্দ করে তা বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার গভীর রাতে উপজেলা পরিষদ চত্বরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম জামাল আহমেদ ও গাংনী থানার ওসি আনোয়ার হোসেনের উপস্থিতিতে এসব আম বিনষ্ট করা হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, চিৎলা গ্রামের সাবেক ইউপি সদস্য শফিউর রহমান টমার ছেলে হিরোন আলী সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কারবাইডসহ অন্যান্য রাসায়নিক ছিটিয়ে করে অপরিপক্ক আম বগুড়ায় নিচ্ছে- এমন সংবাদ পেয়ে বাঁশবাড়িয়া-চিৎলা সড়ক থেকে ট্রাকটি আটক করা হয়। আটক ট্রাকে ৭৬ মণ অপরিপক্ক আম পাওয়া যায় যার আনুমানিক বাজার মূল্য লক্ষাধিক টাকা। পরে অপুষ্ট আম ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হলে আদালতের নির্দেশে তা বিনষ্ট করা হয়।
জব্দ করা ট্রাকের চালক সোহাগ হোসেন জানান, চিৎলা এলাকা থেকে আমগুলো ট্রাকে ওঠানো হয়। এসব আম বগুড়া শহরের ফল পট্টিতে নিয়ে যাওয়ার চুক্তি হয়েছিল। তবে এ ঘটনার পর থেকে আম ব্যবসায়ী হিরণ আলী আত্মগোপনে রয়েছেন।
বিডি প্রতিদিন/ ০৯ মে ২০১৭/আরাফাত