সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের লক্ষে ভাড়াটেদের তথ্য সংগ্রহের জন্য সিদ্ধিরগঞ্জ থানা এলাকাকে ১৭টি ব্লকে ভাগ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। প্রতিটি ব্লকে ১টি টিম দায়িত্ব পালন করবেন। প্রতিটি টিমে ২জন করে এসআই ও ১জন করে এসআই এবং ৫জন করে পুলিশ সদস্য রাখা হয়েছে। সিদ্ধিরগঞ্জের ১৭টি ব্লকের ১৭টি টিমের তদারকি করবেন অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ অঞ্চল) মো. শরফুদ্দীন আহামেদ ও সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মুহাম্মদ শরাফত উল্লাহ।
আজ মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জের নাসিক ৩নং ওয়ার্ডের মাদানীনগর এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও কমিউনিটি পুলিশের উদ্যোগে আয়োজনে ভাড়াটিয়াদের তথ্য ফরম বিতরণ কর্মসূচী ও সন্ত্রাস, জঙ্গিবাদ দমনের লক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ অঞ্চল) মো. শরফুদ্দীন আহামেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. মতিয়ার রহমান।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, আমরা ঐ ব্যক্তিরই তথ্য সংপ্রহ করবো, যারা ৬ মাস ১ বছর যাবত ভাড়াটিয়া হিসাবে বসবাস করছেন। ভাড়াটিয়াদের তথ্য সংপ্রহের জন্য স্থানীয় বাড়ী ওয়ালা, গণ্যমান্য ব্যক্তি ও কমিউনিটি পুলিশ সহ সবাই পুলিশকে সহযোগিতা করবেন।
তিনি আরো বলেন, কোন ব্যক্তি বাসা বা ফ্ল্যাট ঘন ঘন পরিবর্তনের পরিলক্ষিত হলে অবিলম্বে তাদের গতিবিধি পর্যবেক্ষন করে স্থানীয় পুলিশ প্রশাসনকে অবহিত করবেন। আবশ্যই আপনার পরিচয় গোপন রাখা হবে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মুহাম্মদ শরাফত উল্লাহর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ট্রাফিক পুলিশের সহকারী পুলিশ সুপার আব্দুর রশীদ, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, সাবেক কাউন্সিলর আব্দুর রহিম, তাজিম বাবু ও শাহ আলম প্রমূখ। আলোচনা সভা শেষে বাড়ির মালিকদের মধ্যে তথ্য ফরম বিরতণ করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার