ময়মনসিংহের ধোবাউড়ায় বজ্রপাতে দুই সহোদরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার পুড়াকান্দুলিয়া ইউনিয়নের রাওতি গ্রামে এ ঘটনা ঘটে। তারা হলেন- রাওতি গ্রামের আসাদুজ্জামান (৪৫) ও এংরাজ (৪০)।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলম জানান, তারা দুইজন ক্ষেতে ধান কাটছিল। এসময় বজ্রপাতে তারা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/ ০৯ মে ২০১৭/আরাফাত