মাদারীপুরে ইজিবাইকে কাপড় পেঁচিয়ে ফাতেমা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে কালকিনি উপজেলার এনায়েতনগর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মৌলভীকান্দি গ্রামের ফজলুল হক চৌকিদারের বৃদ্ধা স্ত্রী ফাতেমা বেগম বাড়ির সামনে থেকে একটি ইজিবাইকে চড়ে মৌলভী বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় পড়নের কাপড়ের আচল ইজিবাইকের মোটরে জড়িয়ে যায়। এতে তার ঘাড় থেকে মাথা আলাদা হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ওই বৃদ্ধার লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে।
কালকিনি থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/০৯ মে ২০১৭/আরাফাত