অভিভাবক ও শিক্ষার্থীদের নিয়ে ঠাকুরগাঁওয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে জেলা শহরের হ্যাডস্ ইন্সটিটিউট অব এগ্রি-টেকনোলজির ১৩ বছর পূর্তি উপলক্ষে ইন্সটিটিউটের হলরুমে এ সমাবেশের আয়োজন করা হয়।
এ সময় হ্যাডস্রে পরিচালক বদরুদ্দোজার সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাউদুদুল হক, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জামান, জেলা কৃষকলীগের সভাপতি সরকার আলাউদ্দিন,চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মোদাচ্ছের হোসেন, ইন্সটিটিউটের অধ্যক্ষ সফিউল আলম, সাংবাদিক শাহিন ফেরদৌস, প্রাক্তন ছাত্র শামসুজ্জুহা প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইন্সটিটিউটের শিক্ষক ইয়া হিয়া।
অনুষ্ঠানে বক্তারা হ্যাডস্ ইন্সটিটিউট অব এগ্রি টেকনোলজির উন্নয়নে বেশ কিছু পরামর্শ তুলে ধরেন। এতে জেলা রাজনৈতিক, সামাজিক ও সুধী সমাজের প্রতিনিধিরা ছাড়াও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার