বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস বলেছেন, বেকারত্ব জাতির একটি বড় অভিশাপ। এই অভিশাপ থেকে বাঁচতে কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই। প্রতিটি ব্যক্তি, পরিবার ও জাতির অর্থনৈতিক সমৃদ্ধির জন্য কারিগরি শিক্ষা জরুরি। আজ দুপুর ১১টার দিকে বাগেরহাটের হযরত ফাতেমা (র.) টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের শিক্ষার্থীদের একটি সমাবেশে জেলা প্রশাসক এসব কথা বলেন।
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কারিগরি কলেজ নির্বাচিত হওয়ায় আজ এ কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থী সমাবেশ ও আনন্দ র্যালির আয়োজন করেন। জেলা প্রশাসকের নেতৃত্বে র্যলিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা মো. শাহিন হোসেন, জেলা শিক্ষা অফিসার জাকিরুল হক, শিক্ষাবিদ প্রফেসর চৌধূরী আব্দুর রব, খোন্দকার আসিফ উদ্দিন রাখি, কলেজের অধ্যক্ষ ফারজানা ফেরদৌসী ও শিক্ষার্থীগন আনন্দ র্যালিতে অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার