সাবেক সাধারণ সম্পাদক মীর মেহেদী হাসান রুবেলকে সভাপতি ও আলী হোসেন মুক্তাকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য মাগুরা জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১১ সদস্যর এ কমিটিতে সহ-সভাপতি করা হয়েছে সৈয়দ রাব্বি হোসেন সাগর, রিয়াদ মুন্না, ইনামুল কবির জুয়েলকে। যুগ্ম-সম্পাদক করা হয়েছে নাহিদ খান, হামিদুল ইসলাম ও আলীমুজ্জামান তারেকের। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে শামছুর রহমান ও ছাবিবর হোসেন নাজমুলকে। কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়েছে মো. জাহেরুল ইসলামকে।
বিকেলে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন আছাদুজ্জামান মিলনায়তনে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতারা কমিটি গঠনের জন্য জেলা নেতৃবৃন্দর এবং কাউন্সিলরদের সঙ্গে বৈঠকে বসেন। কয়েক দফা বৈঠক করে সমঝোতার মাধ্যমে কমিটি ঘোষণা করতে ব্যর্থ হন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/ ০৯ মে ২০১৭/আরাফাত