মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েতনগর এলাকায় মঙ্গলবার দুপুরে ব্যাটারি চালিত অটোরিক্সায় কাপড় পেঁচিয়ে ফাতেমা বেগম-(৬০) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুলিশ বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এসময় ঘার থেকে তার মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, মৌলোভীকান্দি গ্রামের মৃত ফজলুল হক চোকিদারের বৃদ্ধা স্ত্রী ফাতেমা বেগম অটোরিকশার যাওয়ার সময় অসাবধনাতায় পড়নের কাপড়ের আচল ব্যাটারি অটোরিকশার চাকায় জড়িয়ে যায়। এসময় অটো থেকে ছিটকে পরে গেলে বৃদ্ধার ঘার থেকে মাথা আলাদা হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে কালকিনি থানা পুলিশ খবর পেয়ে ওই বৃদ্ধের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করেন।
এ ব্যাপারে কালকিনি থানার এসআই মো. জুয়েল বলেন, আমরা ঘটনাস্থল থেকে লাশটির উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করেছি।
বিডি প্রতিদিন/এ মজুমদার