নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে বজ্রপাতে নারীসহ ২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা ব্রাক্ষন্দী ইউনিয়নের ছোট মনোহরদী ও মাহমুদপুর ইউনিয়নের মরাদাসদী গ্রামে এই ঘটনা ঘটে।
জানা গেছে, মাহমুদপুর ইউনিয়নের মরদাসাদী গ্রামের সুবেদা দুপুর ১২টার দিকে তার বাড়ীর সামনের বসে নিত্যপ্রয়োজনীয় কাজ করছিলেন। এই সময় হালকা ঝড় ও বৃষ্টি হচ্ছিল। ঝড়ের সময় হঠাৎ বজ্রপাতে সে গুরুতর আহত হন। আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
অপর দিকে ব্রাক্ষন্দী ইউনিয়নের ছোট মনোহরদী গ্রামে আফাজ উদ্দিন এর ছেলে জামির হোসেন (৪২) বাড়ীর সামনে খালে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত হন।
এছাড়া বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী গ্রামের ইসহাক মিয়ার স্ত্রী ফাতেমা (৪০) বজ্রপাতে গুরুতর আহত হয়েছেন। তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরীফ হোসেন খান ঘটনা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/ ৯ মে ২০১৭/ ই জাহান