কুড়িগ্রামের রৌমারীতে বজ্রপাতে আনার আলী (৬০) নামের এক জেলের মৃত্যু হয়েছে। ব্রহ্মপুত্র নদে মাছ ধরা অবস্থায় তার মৃত্যু হয়।
মঙ্গলবার (৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আমবাড়ি নামক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আনার আলীর বাড়ি আমবাড়ি গ্রামে। পরিবার সূত্রে জানা গেছে, ওই দিন ভোর বেলায় তিনি নদীতে বড়শি দিয়ে মাছ ধরতে যান তিনি। সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ বজ্রপাতে তার শরীর ঝলসে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম সাজেদুল ইসলাম বজ্রপাতে আনার আলীল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/ ৯ মে ২০১৭/ ই জাহান