দেশবরেণ্য পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বগুড়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার বাদ যোহর উপজেলা পরিষদ মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন সদর উপজেলা আ’লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মাফুজুল ইসলাম রাজ, বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু, জেলা আ’লীগের উপ-প্রচার সম্পাদক আল রাজি জুয়েল, জেলা পরিষদ সদস্য মারুফ রহমান মঞ্জু, সদর উপজেলা আ’লীগনেতা ও ইউপি চেয়ারম্যান আলীম উদ্দিন, শফিকুল ইসলাম, শফিউল্লাহ সরকার, খলিলুর রহমান, রবিউল ইসলাম লিটন, আজহারুল হান্নান রিপু।
পরে দোয়া মাহফিলে ড. এম এ ওয়াজেদ মিয়ার আত্মার মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ মসজিদের ইমাম মুফতি মাহমুদ হোসাইন।
বিডি প্রতিদিন/৯ মে ২০১৭/হিমেল