ময়মনসিংহের ভালুকায় এক কলা গাছে প্রায় শতটি মোচা ধরেছে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একটি কলা গাছে সাধারণত একটি মোচাই সচরাচর দেখা যায়। সেখানে একসঙ্গে মোচা নিজ চোখে এক নজর দেখার জন্য বিভিন্ন গ্রাম থেকে শত শত উৎসুক লোকজন ভিড় করছে।
সবমিলিয়ে লোকজনের জটলা বেঁধেছে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের পনিবান্ডা গ্রামের সবুর মিয়ার বাড়িতে। বসতভিটার পশে মৎস্য খামারের পাড়ে রোপণ করা কলা গাছে বিরল এ ঘটনাটি ঘটে। এলাকার লোকজন এটাকে সৃষ্টিকর্তার কুদরত বলে অভিহিত করছে।
ওয়ার্ড মেম্বার শাহজাহান খান জানান, আমরা ১০০টি মোচার উপরে গুনেছি আরও কিছু মোচা মুখ গাছের ছালের নিচে দেখা যাচ্ছে আজকের দিন অতিবাহিত হলে সবগুলো দেখা যাবে।
গাছের মালিক স্থানীয় বাজারের চা দোকানদার সবুর মিয়া বলেন, আমি কিছুদিন আগে মোচাটা একটু অগোছালো দেখিছি কিন্তু আজ গিয়ে দেখি ওই একটি মোচার পাশাপশি আরও অনেক মোচা ধরেছে।
ওই এলাকার ফাইজুল, হামিদ, রাশেদ বলেন, আমরা এর আগে এমন কলা গাছ দেখিনি তাই শোনার পরে নিজের চোখে দেখতে এলাম।
বিডি প্রতিদিন/৯ মে, ২০১৭/ফারজানা